প্রকাশিত: Sat, May 20, 2023 2:34 AM
আপডেট: Mon, Jan 26, 2026 7:23 AM

মধ্যবিত্তরা নিম্নবিত্ত আর নিম্নবিত্তরা গরিব হচ্ছেন: মেনন

তারিক আল বান্না: বাংলাদেশ যুব মৈত্রী ও বাংলাদেশ ছাত্র মৈত্রী আয়োজিত শুক্রবারের  এক আলোচনা সভায় এ বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তার ৮০তম জন্মদিন উপলক্ষে এ সভার আয়োজন করা হয়। প্রথম আলো 

জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মূল্যস্ফীতি, জ্বালানির মূল্যবৃদ্ধি ও দুর্নীতির কারণে এমনটি হচ্ছে।

রাশেদ খান মেনন বলেন, একদিকে দ্রব্যমূল্য আকাশচুম্বী, মূল্যস্ফীতি বাড়ছে হু হু করে, বাড়ছে বিদ্যুৎ ও জ্বালানির দাম। অন্যদিকে উন্নয়ন হলেও দুর্নীতি-লুটপাটের মাধ্যমে মুষ্টিমেয় কিছু মানুষ টাকার পাহাড় গড়ছেন। ফলে মধ্যবিত্তরা হচ্ছেন নিম্নবিত্ত আর নিম্নবিত্তরা গরিব হয়ে যাচ্ছেন। সীমাহীন বৈষম্যে মানুষ আজ পথহারা।

মেনন বলেন, ‘এখন ছাত্ররাজনীতির চরম খরা চলছে। কৃষক, শ্রমিক, যুব, নারী আন্দোলনের অবস্থাও ভালো না। কারণ, রাজনীতির নাকি চরম দুরবস্থা। এখন নাকি কথা বলা যায় না! কিন্তু ষাটের দশকের অবস্থা আরও ভয়াবহ ছিল।’ অনুষ্ঠানে উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, ‘‘এখন তো আপনারা কথা বলতে পারেন, লিখতে পারেন, গাইতে পারেন। তখনকার সময়ে (ষাটের দশক) গানও গাইতে পারতাম না। স্লোগান দিতে পারতাম না। ‘লাল ঝান্ডা’ উচ্চারণই করা যেত না। বলতে হতো ‘আজাদি ঝান্ডা’।’’

আলোচনা সভায় ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেন, ‘রাজনীতিতে আমাদের দুটো শত্রু স্পষ্ট। তার একটি স্বৈরাচারী সামরিক শাসক, অন্যটি সাম্প্রদায়িক জঙ্গিবাদ। সময়ের প্রয়োজনে মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় সাম্প্রদায়িকতাকে রুখতে ওয়ার্কার্স পার্টি লড়ছে, লড়বে। সেই লড়াইয়ে থাকবে আজকের তারুণ্য।’

বাংলাদেশ যুব মৈত্রীর সভাপতি তৌহিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য মুস্তফা লুৎফুল্লাহ, লেখক ও গবেষক শরীফ শমশির, বাংলাদেশ ছাত্র মৈত্রীর সাংগঠনিক সম্পাদক ইমরান নুর, বাংলাদেশ যুব মৈত্রীর সহসাধারণ সম্পাদক মুক্তার হোসেন, সহসভাপতি কায়সার আলম প্রমুখ বক্তব্য দেন। আলোচনা সভাটি সঞ্চালনা করেন ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক অদিতি আদৃতা। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া